[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
গাজীপুর সিটি করপোরেশনের কড্ডা এলাকায় তুরাগ নদী থেকে উদ্ধার করা হয়েছে এক কলেজছাত্রের মরদেহ।
মঙ্গলবার সকালে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করেন মরদেহ ।
নিহতের নাম রুবেল হোসেন (২০)। তিনি গাজীপুর সিটি করপোরেশনের দেওয়ালিয়াবাড়ি এলাকার রবি মিয়ার ছেলে ও ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. কবিরুল আলম জানান, রবিবার রুবেল হোসেন নৌকাযোগে বন্ধুদের সঙ্গে কালিয়াকৈরে পিকনিকে যান । পরে কালিয়াকৈর উপজেলার রগুনাথপুর এলাকায় নৌকা থেকে তুরাগ নদীতে লাফ দেন তিনি। এ সময় স্রোতের কারণে তিনি আর পাড়ে উঠতে পারেননি। এক পর্যায়ে পানিতে ডুবে রুবেল নিখোঁজ হন।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুজি করলেও পাওয়া যায়নি তাকে । পরে মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে প্রায় ২০/৩০ কিলোমিটার দূরে কড্ডা এলাকায় তুরাগ নদী থেকে উদ্ধার করা হয় তার মরদেহ ।