তিন বিচারপতির বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ, কার্যক্রম অব্যাহতি

বৃহস্পতিবার, আগস্ট ২২, ২০১৯,৭:২৮ পূর্বাহ্ণ
0
41

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

তিন বিচারপতির বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ হাইকোর্টের ওঠায় তাঁদেরকে বিচার কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযুক্ত তিন বিচারপতি হলেন বিচারপতি কাজী রেজাউল হক, বিচারপতি এ কে এম জহুরুল হক এবং বিচারপতি সালমা মাসুদ চৌধুরী।

এসব তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসনের একজন উর্ধ্বতন কর্মকর্তা। তিনি বলেন, শুরু হয়েছে ‘তাঁদের (তিন বিচারপতি) বিরুদ্ধে অভিযোগের তদন্ত। ওই কর্মকর্তা বলেন, ‘এখন এই তিন বিচারপতির বিরুদ্ধে অসদাচরণের অভিযোগের তদন্ত হচ্ছে। এই তদন্তের জন্যই তাঁদেরকে বিচার কাজ থেকে সাময়িকভাবে বিরত রাখা হয়েছে।’ অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, এটি রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতির বিষয়। ফলে তিনি এখন এ নিয়ে কোন মন্তব্য করতে চান না।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে