[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আল মামুন খান, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি : ‘আমাদের জন্মভূমি কিশোরগঞ্জ’ অনলাইন পাবলিক গ্রুপের পক্ষ থেকে তাড়াইলে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
জানা যায়, সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় তাড়াইল সদর বাজার পুরাতন ডাক বাংলো রোড অক্সফোর্ড আইডিয়াল স্কুল প্রাঙ্গণে ‘আমাদের জন্মভূমি কিশোরগঞ্জ’ অনলাইন পাবলিক গ্রুপ এর আয়োজনে মানবিক মানুষের সহযোগিতায় চতুর্থ ধাপে উপজেলার বিভিন্ন গ্রামের ৫০ জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম কিবরিয়া, তাড়াইল থানার অফিসার ইনচার্জ মুজিবুর রহমান, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক আবদুর রউফ তালুকদার, অক্সফোর্ড আইডিয়াল স্কুলের পরিচালক মিজানুর রহমান প্রমূখ।