[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আল-মামুন খান, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা রইছ উদ্দিন কে (৭৫) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গতকাল রবিবার দুপুর ২ টায় উপজেলার রাউতি ইউনিয়নের রাউতি মাদরাসা মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও জানাজা শেষে রাউতি গ্রামের সরকারি কবরস্থানে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন, থানার অফিসার ইনচার্জ মনসুর আলী আরিফ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল হাই ও রাউতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন তারিক সহ এলাকার সর্বস্তরের মানুষ। তার পারিবারিক সূত্রে জানা যায়, মুক্তিযোদ্ধা রইছ উদ্দিন গত শনিবার সন্ধ্যা ৭ টার দিকে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, চার পুত্র সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা রইছ উদ্দিন অবসরপ্রাপ্ত সেনা সদস্য ছিলেন।