[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আল-মামুন খান, নিজস্ব প্রতিনিধিঃ ‘মাদককে না বলি, সুস্থ সমাজ গড়ে তুলি’- এমন প্রতিপাদ্যে কিশোরগঞ্জের তাড়াইলে পুলিশ ও সাংবাদিকদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫ঃ৩০ মিনিটের দিকে তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলার আয়োজন করে তাড়াইল থানা পুলিশ একাদশ ও তাড়াইল উপজেলা সাংবাদিক একাদশ।
খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে তাড়াইল থানা পুলিশ একাদশ বনাম তাড়াইল উপজেলা সাংবাদিক একাদশ। উক্ত ফুটবল খেলা গোল শূন্য থেকেই শেষ হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন, তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি আক্তার ও করিমগঞ্জ সহকারী সার্কেল অফিসার সুবীর কুমার সাহা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘পুলিশ ও সাংবাদিক- উভয়ই দেশের কল্যাণে কাজ করে। তাদের মাঝে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সমাজের জন্য ইতিবাচক। মাদকের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে এই আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয়।’
খেলা উপভোগ করতে মাঠে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
খেলা শেষে দুই দলের খেলোয়াড়দের হাতে পুরুষ্কার তুলে দেওয়া হয়।





























