[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের পক্ষে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের সহধর্মিণী অ্যাডভোকেট নাহিদা সুলতানা যুথী প্রচারণা চালিয়েছেন। রোববার (১২ জানুয়ারি) দুপুর থেকে পান্থপথ, কাঠালবাগান, বসুন্ধরা শপিংমলসহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্নস্থানে নানা শ্রেশি-পেশার মানুষের কাছে ভোট ও দোয়া প্রার্থনা করেন তিনি।
এছাড়া যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলামের পক্ষে মোহাম্মদপুর-আদাবর থানার বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী পথসভা ও লিফলেট বিতরণ করা হয়।