[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আল-মামুন খান, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি : জাতীয় বৃক্ষরোপন অভিযান ২০২০ ও মুজিববর্ষ উপলক্ষে সারাদেশে একযোগে এক কোটি গাছের চারা রোপন কর্মসূচির অংশ হিসেবে তাড়াইল উপজেলা ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী হুমায়ুন কবিরের নেতৃত্বে তিন মাস ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে।
জানা যায়, বাংলাদেশ ছাত্রলীগের অভিভাবক জননেত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ ও জেলা ছাত্রলীগের নির্দেশে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২০ জুলাই ২০২০) ৫০ টি গাছের চারা রোপন ও বিতরণ করা হয়েছে।
৫০ টি ফল, ভেষজ ও অন্যান্য প্রজাতির গাছের চারা সোমবার দুপুর ১২ টা থেকে ২ টা পর্যন্ত তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের আঙ্গিনা এবং জনগনকে রোপন ও বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফখরুল আলম মুক্তা, তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হৃদয় আহমেদ, উপজেলা ছাত্রলীগ নেতা আনোয়ারুল হক আকন্দ, সাদ্দাম হোসেন, রাফি ভূঁইয়া, কবির মিয়া, কামাল পাশা ও রাসেল আহমেদ। আরো উপস্থিত ছিলেন, কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জনি ভূইয়া, সিরাজুল ইসলাম সুমনসহ কলেজ ছাত্রলীগের সদস্য সুমন আহমেদ, আবুল বাদশাহ, অসিম প্রমূখ।