তাড়াইল অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২০,৪:১৭ অপরাহ্ণ
0
73

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আল-মামুন খান, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি : তাড়াইল অনলাইন প্রেসক্লাব এর কার্যকরী কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা অনলাইন প্রেসক্লাব এর কার্যকরী কমিটির সাধারণ সভা বৃহস্পতিবার (৯ জুলাই ২০২০) বিকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত অনাড়ম্বর পরিবেশে এলএসডি রোডস্থ বিজয় চত্বর প্রেসক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

তাড়াইল অনলাইন প্রেসক্লাব এর সভাপতি ছাদেকুর রহমান রতন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহুল আমিন এর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি আলী কায়সার খান কামাল, সহ-সভাপতি মিজানুর রহমান, সহ-সভাপতি আফজাল হোসেন আজম, সাংগঠনিক সম্পাদক তানিম বিল্লাহ, অর্থ সম্পাদক আনোয়ার হোসেন জুয়েল, দপ্তর সম্পাদক হোসনে আরা পুতুল, সম্মানিত সদস্য আল মামুন খান, রফিকুল ইসলাম জয় ও মাহমুদুর রহমান খান রুবেল।

সভায় তাড়াইল অনলাইন প্রেসক্লাব এর উদ্বোধনী বিষয়ের উপর সকল সদস্যরা তাদের নিজস্ব মতামত পেশ করা ছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সবশেষে সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ মূলতবি ঘোষণা করেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে