[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আল-মামুন খান, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি : গত ১৭ এপ্রিল (শনিবার) সকালে তাড়াইলের চরতালজাঙ্গা বাদুরতলা গ্রামে রিফাত (১২) খুনের ঘটনায় সৎ মা, দুলাল মিয়ার ২য় স্ত্রী শিরিন আক্তারকে গ্রেফতারের পর ৭দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। দীর্ঘ শুনানির পর ১দিনের রিমান্ড মঞ্জুর করেছে বিজ্ঞ আদালত।
তাড়াইল থানা অফিসার ইনচার্জ মো. মুজিবুর রহমান বলেন, দুলালের স্ত্রী শিরিন আক্তারকে আদালতের নির্দেশে আজ ২৭ এপ্রিল মঙ্গলবার ১ দিনের রিমান্ডে আনা হবে।
উল্লেখ্য যে, ১৬ এপ্রিল (শুক্রবার) দিবাগত রাতে রিফাত তারাবির নামাজ শেষে তার সৎ মা শিরিন আক্তারকে নিয়ে দোকানে যায় এবং এর পর থেকে রিফাত নিখোঁজ হয়। সৎ মা শিরিন ঘরে ফিরে এলেও রিফাত ফিরে আসে নাই। পরদিন শনিবার সকাল সাড়ে ৮টায় বাড়ির সামনে ফসলের জমিতে রিফাত এর হাত বাঁধা গলাকাটা লাশ পাওয়া যায়।