[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আল-মামুন খান, নিজস্ব প্রতিনিধি : ভারতের বিজেপি মুখপাত্র নূপুর শর্মা এবং দিল্লি ইউনিটের প্রধান নাভিন জিন্দাল কর্তৃক মহানবী (স:) সম্পর্কে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে তাড়াইল উপজেলার সর্বস্তরের জনগণ।
১৩ জুন সোমবার বিকাল ৪ ঘটিকায় তাড়াইল উপজেলার বিভিন্ন গ্রাম থেকে খন্ড খন্ড প্রতিবাদ মিছিল নিয়ে তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে উপস্থিত হতে থাকে। পরে তাড়াইল উপজেলার সর্বস্তরের জনগণ প্রতিবাদ মিছিলটি নিয়ে তাড়াইলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
ভারতের বিজেপি মুখপাত্র নূপুর শর্মা এবং দিল্লি ইউনিটের প্রধান নাভিন জিন্দাল কর্তৃক মহানবী (স:) সম্পর্কে কটূক্তির প্রতিবাদে সারা বিশ্ব আজ সোচ্চার।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আমরা মুসলমান বিশ্ব নবীর অপমান কিছুতেই মেনে নেব না। বক্তারা আরো বলেন, মোদী সরকার বিশ্বে সাম্প্রদায়িকতার বীজ ছড়িয়ে দিচ্ছে।সমাবেশে মহানবী (সাঃ) বিরুদ্ধে কটুক্তি করার দুঃসাহসের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।