তাড়াইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ব্যবসায়ী ও পথচারীকে জরিমানা

শুক্রবার, জুলাই ২৪, ২০২০,৭:০৭ পূর্বাহ্ণ
0
71

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আল-মামুন খান, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অপরাধের কারণে দুইজন ব্যাবসায়ী ও আরেকজন পথচারীর কাছ থেকে ১৪ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।   

জানা যায়, বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২০) উপজেলা  সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.আবু রিয়াদ এর নেতৃত্বে তাড়াইল সদর বাজারে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
উক্ত মোবাইল কোর্টে দুইজন মশলা বিক্রেতাকে ভেজাল মশলা বিক্রয়ের অপরাধে ৭ হাজার টাকা করে মোট ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আরো জানা যায়, চলমান কোভিট-১৯ এ তাড়াইল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনগণকে বারবার মাস্ক পড়ার বিষয়ে উৎসাহিত করার পরও  মাস্ক না পড়ার কারণে একজন পথচারীর কাছ থেকে ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। 

মোবাইল কোর্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন, উপজেলা  সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.আবু রিয়াদ। সহযোগিতায় ছিলেন, তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারী ইন্সপেক্টর আবদুর রউফ তালুকদারসহ তাড়াইল থানা পুলিশ।      

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে