[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আল-মামুন খান , তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার প্রত্যন্ত এলাকায় চলছে তাড়াইল থানা পুলিশের বিশেষ অভিযান। প্রতিদিন বিভিন্ন এলাকায় ধরা পড়ছে জুয়ারীরা।১৪ নভেম্বর, শনিবার দিবাগত রাত আনুমানিক ১:৪৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দামিহা ইউনিয়নের সেচুয়াকান্দি বাজার সংলগ্ন হান্নাছ মিয়ার বাড়ির সামনে তাড়াইল থানার এ এস আই ফজলুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়।
এ সময় ৩ জন জুয়ারীকে জুয়াখেলার সামগ্রীসহ হাতেনাতে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।জুয়ারীরা হল ১/ মো. আলম মিয়া (৪০), পিতা: আবুল কাশেম আকন্দ। ২/ তারু মিয়া (৩২), পিতা মৃত: খুরশেদ মিয়া। তাদের বাড়ি কাজলা চকপাড়া।৩/ হাফিজ মিয়া (৩৫), পিতা মৃত: আ. গণি মেন্বার। সাং কাজলা সেচুয়াকান্দি।
তাড়াইল থানার এ এস আই ফজলুল হক এর সঙ্গীয় ফোর্স ছিলেন এ এস আই হেমন্ত কুমার দেবনাথ, কনস্টেবল জামাল, নিজাম, সাকিব, সালেহ, রাকিব, জাহাঙ্গীর ও আল আমিন।এ এস আই ফজলুল হক জানান, উপরের নির্দেশ মোতাবেক আমাদের অভিযান অব্যাহত থাকবে।
তাড়াইল থানা ইনচার্জ ওসি মো. মুজিবুর রহমান বলেন, মাদক, জুয়ার বিরুদ্ধে পুলিশের এ্যাকশন চলছে এবং চলবে। কেউ রেহাই পাবে না।