তাড়াইলে কাঁচা মরিচের বাজারে আগুন, প্রতি কেজি ২০০ টাকা

শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২০,১১:৩২ অপরাহ্ণ
0
184

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আল-মামুন খান, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদর বাজারে প্রতি কেজি কাঁচা মরিচের দাম ২০০ টাকা! হঠাৎ অবিশ্বাস্য দামে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। কাঁচা মরিচের দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মাঝে বাকবিতণ্ডা চলছে বাজারে।

কেউ কেউ মরিচ না নিয়েই ফিরছেন বাড়িতে। তবে দাম কমার আপাতত কোনো লক্ষণ নেই বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, বন্যার কারণে ক্ষেতের মরিচ পচে গেছে, মরিচ নেই। তাই মরিচের বাজারে আগুন লেগেছে।

খবর নিয়ে এবং সরজমিনে বাজারে ঘুরে দেখা গেছে, সব দোকানে কাঁচা মরিচ নেই। পুরো বাজারে কয়েকজন ব্যবসায়ীর কাছে অল্প মরিচ রয়েছে। ওগুলো তারা নিজেদের মতো করে দাম নির্ধারণ করে বিক্রি করছেন। তবে প্রতি কেজি ২০০ টাকা দরে বিক্রি করছেন। এই চিত্র উপজেলা সদর বাজারের বাহিরে অন্যান্য বাজারেও চলছে বলে খোঁজ নিয়ে জানা গেছে। তাই তাড়াইল উপজেলায় কাঁচা মরিচের ঝালে অতিষ্ঠ ক্রেতারা।

মরিচের সরবরাহ অস্বাভাবিকভাবে কমে গেছে বলে জানিয়ে এক ব্যবসায়ী বলেন, প্রতিদিন আমি ৩০ কেজি মরিচ এনে এখানে বিক্রি করতাম। আজ মরিচ এনেছি ৫ কেজি। ক্রেতারাও রেশনিং করছেন বলে উল্লেখ করে ওই দোকানি বলেন, আগে এক কেজি আধা কেজি কিনতেন এমন ক্রেতারা এখন ১০০-২৫০ গ্রাম করে মরিচ নিয়ে ঘরে ফিরছেন।

উল্লেখ্য, মাত্র দিন কয়েক আগেও মরিচের কেজি ১০০ টাকা বা ১২০ টাকা ছিল। কিন্তু এক সপ্তাহের ব্যবধানে এসে লাফিয়ে লাফিয়ে মরিচের দাম বাড়ছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে