[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আল মামুন খান, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় নতুন করে আরও ১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫৯ জনে। আক্রান্তদের মধে ৩৩ জন সুস্হ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন।
তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলায় এ পর্যন্ত মোট ৮১২ জনের দেহে করোনা ভাইরাস আছে কিনা তার নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ৭৭৭ জনের নমুনার রেজাল্ট আমরা পেয়েছি এবং ৩৫ জনের রিপোর্ট পেন্ডিং আছে। তারা আরও বলেন, এরই মধ্যে উপজেলায় মোট ৩৩ জন কোভিট-১৯ আক্রান্ত রোগী সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন।
তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা.আলমাছ হোসেন বলেন, অত্র উপজেলায় কোভিট-১৯ আক্রান্ত ৫৯ জনের মধ্যে ৩৩ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। উপজেলাবাসীর প্রতি তিনি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, আমাদের শারীরিক দূরত্ব বজায় রাখাসহ কোভিট-১৯ রোধে সকল দিক নির্দেশনা মেনে চলতে হবে।