[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আল মামুন খান, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের করিমগঞ্জের সাগর (১৫) নামের এক কিশোর তাড়াইলে বন্ধুর বাড়ীতে বেড়াতে এসে সূতী নদীতে সাতার কাটার সময় পানিতে তলিয়ে গিয়ে মৃত্যুবরণ করেছে।
জানা যায়, সাগর পার্শ্ববর্তী করিমগঞ্জ উপজেলার আসনপুর (মাদারীখাল) গ্রামের আবু বকরের ছেলে। উপজেলার তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের সাচাইল (বালিগাতী) গ্রামের সালামের ছেলে জিসান ছিল সাগরের বন্ধু। বন্ধুর বাড়ীতে সে বেড়াতে এসেছিল। রোববার (২১ জুন ২০২০) তারিখে সকাল সাড়ে ১১ টার দিকে সূতী নদীতে গোসল করতে নেমে সাতার কাঠতে থাকে। হঠাৎ নদীতে সে তলিয়ে যায়।
আশেপাশের লোকজন সাগরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে সাগরের মরদেহ থানায় নিয়ে আসে তাড়াইল থানা পুলিশ।
তাড়াইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, ছেলেটির মরদেহ তার পিতার নিকট হস্তান্তর করা হয়েছে।





























