তরুণদের ৭১’র চেতনায় উদ্বুদ্ধ হতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

শনিবার, ডিসেম্বর ৫, ২০২০,১:৪৮ অপরাহ্ণ
0
19

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

তথ্য প্রতিমন্ত্রী ডা. মোঃ মুরাদ হাসান বলেছেন, ১৯৭১-এ আমাদের পূর্বসূরীরা জীবন উৎসর্গ করে যেভাবে  দেশপ্রেম, মানবতার দেদীপ্যমান শিখা প্রজ্বলিত রেখেছেন, আজকের তরুণদেরও সে চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানুষের কল্যাণে ও দেশের সেবায় কাজ করতে হবে। পুরো পৃথিবী যখন করোনা মহামারিতে আক্রান্ত হয়ে বিপর্যস্ত-বিপন্ন এ সময়েই তোমাদেরকে মানুষের পাশে দাঁড়াতে হবে, তাদের সেবায় আত্মনিমগ্ন হতে হবে।

          প্রতিমন্ত্রী গতকাল জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে নবনিযুক্ত পেইড পার ভলান্টিয়ারদের (Paid Per Volunteers) মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

          ডা. অজিত কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন সরিষাবাড়ী উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান, জামালপুর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক সাজদা-ই-জান্নাত, সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিহাব উদ্দিন আহমেদ প্রমুখ।  

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে