[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
সাবেক এক ছাত্রলীগ নেতা ও অপর একজনকে অস্ত্রসহ আটক করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসিন হল থেকে। তাকে আটক করা হয় মঙ্গলবার (৮ অক্টোবর) রাত সাড়ে সাতটার দিকে।
আটককৃতদের মধ্যে একজন হলেন হাসিবুর রহমান তুষার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক উপ-সম্পাদক। অপরজন আবু বকর আলিফ। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক উপ-সম্পাদক। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় তুষার ছাত্রলীগের মুহসিন হলের ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক মো. রিয়াজ ফরাজিকে ডেকে মাথায় পিস্তল ধরে। গ্রুপ রাজনীতির জেরে রিয়াজের মাথায় পিস্তল ঠেকিয়ে হুমকি দেয়। এর কিছুক্ষণের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি জানতে পেরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে হলে গিয়ে তাদের আটক করে।
শিক্ষার্থীরা জানান, মুহসিন হলের ১২১ নম্বর কক্ষটি সিল-গালা করা হয়েছে। এই রুমে থাকতেন তুষার। তুষারের কাছে ইয়াবা পাওয়া গেছে বলে জানান তারা।