[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
সরকারি সাতটি কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা বিভিন্ন ফটকে তালা লাগিয়ে আন্দোলন করছেন । ক্লাস-পরীক্ষা হচ্ছে না ফটকে তালা লাগানো থাকায়, আবার বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও পারছেন না ভেতরে প্রবেশ করতে । ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম অচলাবস্থার মুখোমুখি হয়ে পড়েছে ।
আজ সোমবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিং, কলাভবন, ব্যবসায় অনুষদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, মোকাররম ভবন, কার্জন হল ও সমাজবিজ্ঞান অনুষদের প্রধান ফটকে দেখা গেছে তালা ঝুলতে ।
ঢাবি অধিভুক্ত ওই সাতটি কলেজ হলো—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। কলেজগুলোকে ঢাবির অধিভুক্তি থেকে বাদ দেওয়ার দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছেন ।
গতকাল রবিবারও ক্লাস-পরীক্ষা বর্জন করে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ফটকে তালা ঝুলিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। তার আগে টানা দুদিন শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেও বিক্ষোভ করেছেন ।