ঢাকা-১০ উপনির্বাচনের ফল প্রত্যাখান করে পুনর্নির্বাচন দাবি বিএনপির

শনিবার, মার্চ ২১, ২০২০,৫:৫৭ অপরাহ্ণ
0
18

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রবিউল আলম রবি ঢাকা-১০ আসনের উপনির্বাচনের ফলাফল প্রত্যাখান করে নতুন ভোটের দাবি জানিয়েছেন। আজ শনিবার তিনি এ দাবি জানান ভোটগ্রহণ শেষে রাজধানীর বাংলামোটরের প্রধান নির্বাচনী কার্যালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে।

তিনি বলেন, মানুষ ভোট বিমুখ হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের আধিপত্য বিস্তার, দখল ও কেন্দ্রে ভীতিকর পরিস্থিতি সৃষ্টির কারণে। যে নির্বাচনে মানুষ ভোট দিতে পারলো না সে নির্বাচনে আমার দল বিএনপি এবং আমি বর্জন করছি। নতুন নির্বাচনের দাবি জানাচ্ছি ফলাফল প্রত্যাখ্যান করে। যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারলো না সেখানে আমাকে বিজয়ী করা হবে একটা নাটক। জনগণ যেখানে ভোট দেওয়ার সুযোগ পায়নি আমি সে ফলাফলও প্রত্যাখ্যান করবো।

তিনি বলেন, আমি বেলা সাড়ে ৩টা পর্যন্ত কেন্দ্রগুলো ঘুরেছি। ১০ থেকে ১৩ ভোট কাস্টিং হতে দেখেছি কোনো কোনো কেন্দ্রে। ভয়ঙ্কর রকমের খারাপ ভোটার উপস্থিতি।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে