ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ভ্যান উল্টে ব্যবসায়ীর মৃত্যু

সোমবার, মে ১৩, ২০১৯,৬:০৫ পূর্বাহ্ণ
0
43

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ঢাকা-সিলেট মহাসড়কের বাকসাইর নামক স্থানে পিকআপ ভ্যান উল্টে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রবিবার রাতে এ ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার রুস্তমপুর গ্রামের বাসিন্দা
নিহত ডালিম মিয়া (৩৬) ।

গুরুতর আহত অবস্থায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় কাউছার মিয়া (৩০), আজু মিয়া (৬০), সালাউদ্দিন (৩৫), মোহন মিয়া (৩০), রাশেদ মিয়া (২৫), ফুল বাদশা (৩২) ও আতাউর রহমান (৫৬) কে।

আহত সালাউদ্দিন মিয়া জানান, তারা চুনারুঘাট উপজেলার চানপুর বাগান থেকে ব্যবসা করে পিকআপ ভ্যান দিয়ে মাধবপুর আসার পথে বাকসাইর নামক স্থানে পিকআপ ভ্যানটি উল্টে যায়। গুরুতর আহত অবস্থায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডালিম মিয়াকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে