[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের অন্তর্গত পাঁচ থানার ৯টি ওয়ার্ডের। এ কমিটি ঘোষণা করা হয় গতকাল দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার অনুমতিক্রমে। এ তথ্য জানানো হয় সংগঠনটির দপ্তর সম্পাদক এমদাদুল হক এমদাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আংশিক কমিটি গঠন করা হয়েছে যাত্রাবাড়ী থানার অন্তর্গত ৬৩, ৬৪, ৬৫; গেণ্ডারিয়া থানার অন্তর্গত ৪৫ ও ৪৬; সবুজবাগ থানার ৩; কদমতলী থানার ৫৮; ওয়ারী থানার ৪১ এবং রামপুরা থানার ৯৮ নম্বর ওয়ার্ডের। ঘোষিত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।