ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে সূর্যগ্রহণ পর্যবেক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০১৯,৭:৪৫ পূর্বাহ্ণ
0
107

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আজ বৃহষ্পতিবার ২৬ ডিসেম্বর ২০১৯ সারা দেশের বিভিন্ন স্থান হতে আংশিক সূর্যগ্রহণ দেখা গিয়েছে।

দেশের অন্যতম বিজ্ঞান সংগঠন অনুসন্ধিৎসু চক্র সূর্যগ্রহণ পর্যবেক্ষণে দেশের বিভিন্ন স্থানে সূর্যগ্রহণ পর্যবেক্ষণ ক্যাম্প আয়োজন করে। সৌখিন জোর্তিবিদ আজহারুল হকের নেতৃত্বে অনুসন্ধিৎসু চক্রের কেন্দ্রীয় ক্যাম্পটি অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে। এ সময় সূর্যগ্রহণের ছবি ও বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করা হয়।

চক্রের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, বাংলাদেশে আংশিক সূর্যগ্রহণ দেখা গেলেও সৌদি আরব, কাতার, ওমান, সংযুক্ত আরব আমিরাত, ভারত, শ্রীলঙ্কা, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ হতে বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত পর্যবেক্ষণ ক্যাম্পে দর্শনার্থীরা সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করতে উপস্থিত হয়।

বাংলাদেশে আংশিক সূর্যগ্রহণ শুরু হয় ঢাকার স্থানীয় সময় সকাল ৯ টা ২ মিনিটে। সূর্যগ্রহণের সর্বোচ্চ পর্যায় ছিল ঢাকার স্থানীয় সময় সকাল ১০টা ২৮ মিনিটে। আকাশ মেঘলা থাকার কারণে ওই ‍সময় সূর্য দেখা যায়নি, তবে এর ১ মিনিট পর তথা ১০টা ২৯ মিনিটে সূর্যগ্রহণের সর্বোচ্চ পর্যায় পর্যবেক্ষণসহ ছবি ও বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করা হয়। সূর্যগ্রহণ শেষ হয়: দুপুর ১২টা ৬ মিনিটে।

সূর্যকে কেন্দ্র কের পৃথিবী তার নিজ কক্ষপথে ঘুরছে, একই সাথে চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরছে। সূর্য ও পৃথিবীকে নিয়ে একটি তল কল্পনা করলে চাঁদ সাধারণতঃ সেই তলে পৃথিবীর চারদিকে ঘোরে না। কিন্তু কোনো কোন  সময়ে, অমাবস্যার সময়, পৃথিবী ও সূর্যের মাঝখানে চাঁদ সেই তলে একই সরল রেখায় চলে আসে। সূর্য চাঁদের আড়ালে চলে যায় এবং চাঁদের সঙ্কীর্ণ ছায়া তখন পৃথিবীর বুকে ভ্রমণ করে। সেই ছায়া যেসব জায়গার ওপর  দিয়ে যায় সেখান থেকে মনে হয় সূর্য ধীরে ধীরে ঢেকে যাচ্ছে ছায়ার কেন্দ্রে যেসব অঞ্চল পড়বে সেখান  থেকে পূর্ণ  সূর্যগ্রহণ দেখা যায়। বলয়গ্রাস সূর্যগ্রহণের সময় চাঁদের কৌণিক ব্যাস সূর্যের কৌণিক ব্যাস হতে অনেক কম থাকে। ফলে পূর্ণগ্রহণ হলেও চাঁদ কেবল সূর্যের কেন্দ্র ও কেন্দ্রের চারিদিককে ঢাকতে পারে আর কেন্দ্রের বাইরে দেখা যাবে  আংশিক সূর্যগ্রহণ।

এছাড়াও ঢাকার বাইরে অনুসন্ধিৎসু চক্র দেবিদ্বার শাখা কুমিল্লার এলাহাবাদ উচ্চ বিদ্যালয়ে, অনুসন্ধিৎসু চক্র পঞ্চগড় শাখা বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে সূর্যগ্রহণ  পর্যবেক্ষণ ক্যাম্পের আয়োজন করে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে