ঢাকা দক্ষিণ সিটিতে ৩ কোরবানির পশুর হাট বাতিল

শনিবার, জুলাই ১০, ২০২১,১:১৯ অপরাহ্ণ
0
83

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ঢাদসিক) চলমান করোনা মহামারি বিবেচনায় রাজধানীর তিনটি পশুর হাট বাতিল করেছে।

বাতিল করা পশুর হাট তিনটি হলো- (১) লিটল ফ্রেন্ডস ক্লাব সংলগ্ন খালি জায়গা ও কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন বিশ্বরোডের আশপাশের খালি জায়গা (২) আমুলিয়া মডেল টাউন এর আশপাশের খালি জায়গা এবং (৩ শ্যামপুর কদমতলী বাস স্ট্যান্ড সংলগ্ন খালি জায়গা।

উল্লেখ্য, দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি বিভাগ ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে করপোরেশন এলাকায় ১৩টি অস্থায়ী পশুর হাটের ৩ পর্যায়ে দরপত্রের আহবান জানিয়ে। ১০টি অস্থায়ী পশুর হাটের ইজারা প্রদান করা হয় প্রথম ও দ্বিতীয় পর্যায়ের দরপত্র শেষে। তৃতীয় পর্যায়ের দরপত্র শেষে আর কোনো পশুর হাট ইজারা না দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় করোনা পরিস্থিতি বিবেচনায়।

পশুর হাটগুলোতে ঈদ-উল-আযহা’র দিনসহ মোট ৫ দিন এসব হাটে পশু কেনা-বেঁচা করা যাবে। হাটগুলোতে স্বাস্থ্যবিধি পরিপালনসহ অন্যান্য শর্তাবলী সাপেক্ষে অস্থায়ী ১০ পশুর হাট ইজারাপ্রাপ্তদের সাথে চুক্তি সম্পন্ন করা হচ্ছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে