ঢাকা ডাউনটাউন রোটারী ক্লাবের ৩৮তম চার্টার্ড নাইট উদযাপন

মঙ্গলবার, মে ২৩, ২০২৩,৩:১৭ অপরাহ্ণ
0
82

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

এ. এইচ. মিল্টনঃ গত ২০ই মে শনিবার সন্ধ্যা ৭ টায় রাজধানীর “গোল্ড হাউজ” কনভেনশন হলে ৩৮ তম চার্টার্ড নাইট – ২০২৩ উদযাপন করে রোটারী ক্লাব অব ঢাকা ডাউনটাউন। অত্যন্ত মনোরম পরিবেশে ক্লাবের বর্তমান সভাপতি রোটারীয়ান মাহফুজা বেগম এর সভাপতিত্বে রেগুলার মিটিং শুরু হয় এবং ৩৮ তম চাটার্ড নাইট উদযাপন হয়। এসময় ক্লাবের ইতিহাস ঐতিহ্য তুলে ধরে বক্তব্য রাখেন বক্তারা এবং ভবিষ্যৎ এ এই ধারা অব্যহত রেখে ঢাকা ডাউনটাউন এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।

এই আয়োজনে উপস্থিত ছিলেন রোটারী ডিস্ট্রিক্ট্র ৩২৮১ এর মাননীয় ডিস্ট্রিক্ট্র গভর্নর এম. এ. ওয়াহাব, পিডিজি খায়রুল আলম, পিডিজি শাখাওয়াত হোসেন, পিডিজি সাফিনা রহমান, ডিজি নমিনি, ডিস্ট্রিক্ট অফিসিয়াল, বিভিন্ন ক্লাবের সভাপতিগণ, ক্লাবের চাটার্ড প্রেসিডেন্ট ও পাস্ট প্রেসিডেন্ট সহ সকল সদস্যগণ।

সর্বশেষ কেক কেটে, নৈশভোজ পরিবেশনের মধ্য দিয়ে সুষ্টু ও সুন্দরভাবে ৩৮ তম চার্টার্ড নাইট উদযাপন অনুষ্ঠান শেষ হয় এবং ২০২৩-২৪ রোটারী বর্ষের সভাপতি জনাব আজকারি রেনী উপস্থিত সকলের উদ্দ্যেশে “ভোট অব থ্যাংকস” প্রদান করেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে