[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সংস্কার কাজ চলায় তীব্র যানজটে চরম দুর্ভোগে চালক ও সাধারণ যাত্রীরা। টাঙ্গাইল হাইওয়ে পুলিশ জানায়, রাস্তা সংস্কার ও অতিরিক্ত যানবাহনের ধীরগতির কারণে কালিহাতির আনলিয়াবাড়ি থেকে টাঙ্গাইল সদরের রসুলপুর পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার এলাকা জুড়ে এ দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।এতে সাধারণ মানুষ ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগে পড়ে।
টাঙ্গাইল ট্রাফিক ইন্সপেক্টর এশরাজুল হক জানান, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গায় একই সাথে রাস্তার দুই পাশে কেটে মহাসড়কের সংস্কার কাজ করা হচ্ছে, অন্যদিকে কয়েক দিনের সরকারী ছুটির কারণে মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ বেড়েছে। ফলে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করতে পারছে না। টাঙ্গাইল জেলা পুলিশ এবং ট্রাফিক পুলিশ সকাল থেকে যানজট নিরসনে কাজ করছে।