ঢাকা ওয়াসার বোর্ড চেয়ারম্যান ড. এম এ রশিদ সরকার আর নেই

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২০,৩:৩৭ অপরাহ্ণ
0
36

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান ড. এম এ রশিদ সরকার আর নেই। (ইন্নালিল্লাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ বৃহস্পতিবার (১০/০৯/২০২০) সকাল ৭.৫৫ মিনিটে তাঁর মৃত্যু হয় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়।

ড. এম এ রশিদ সরকার সামরিক বিজ্ঞান ও প্রযুক্তি ইন্সটিউটের পারমাণবিক বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ও ডিনের দায়িত্ব পালন করেছেন।

তিনি বুয়েটে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং কোর্স চালু করেন এবং বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং-এর প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন।

তাঁর মৃত্যুতে ঢাকা ওয়াসার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে। সেই সাথে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছে ওয়াসা।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে