ঢাকা উত্তর সিটির নির্বাচন পরিচালনা কমিটি গঠন জাতীয় পার্টির

রবিবার, জানুয়ারি ১৯, ২০২০,৯:২৫ পূর্বাহ্ণ
0
26

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) নির্বাচন পরিচালনায় কমিটি গঠন করেছে জাতীয় পার্টি (জাপা)।গণমাধ্যমে আজ রবিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে জাপা সূত্র। জাপার চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মসিউর রহমান রাঙ্গা নির্বাচন পরিচালনা কমিটি অনুমোদন করেছেন বলে জানানো হয়েছে জাপা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে।

দলের কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদারকে জাপার পক্ষে ডিএনসিসির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক করা হয়েছে। দলের কো-চেয়ারম্যান অ্যাডভোকেট মজিবুল হক চুন্নু যুগ্ম আহ্বায়ক হলেন। সদস্য সচিব হলেন প্রেসিডিয়াম সদস্য ও জাপার ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম ফয়সল চিশতী। যুগ্ম সদস্য সচিব হলেন প্রেসিডিয়াম সদস্য ও জাপার ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম সেন্টু।

এ কমিটির সদস্যরা হলেন- বাহাউদ্দিন আহমেদ বাবুল, আমানত হোসেন আমানত, মোস্তাকুর রহমান নাঈম, মাহবুবুর রহমান লিপ্টন, আনিস উর রহমান খোকন, এ এন এম রফিকুল আলম সেলিম, জাহাঙ্গীর আলম পাঠান, ফখরুল আহসান শাহাজাদা, কাজী আবুল খায়ের, সিরাজ, আব্দুস সাত্তার, হামিদ হাসান ও আব্দুল আজিজ খান।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে