ঢাকা উত্তর ছাত্রদলের সব শাখা-ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষণা

শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২০,১১:৫৫ অপরাহ্ণ
0
14

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বিলুপ্ত ঘোষণা করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা মহানগর উত্তরের আওতাধীন সকল থানা, কলেজ ও ওয়ার্ড কমিটি।

আজ শনিবার এ তথ্য জানানো হয়েছে উত্তরের দপ্তর সম্পাদক মো. তানভীর আহমদে খান ইকরামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা মহানগর উত্তরের আওতাধীন সকল থানা, কলেজ ও ওয়ার্ড কমিটি বিলুপ্তি ঘোষণা করা হলো।  ছাত্রদল, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমান রাজ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রুবেল আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

ছাত্রদল মহানগর উত্তরের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রুবেল বলেন, সব কমিটির মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ার কারণে ভেঙে দেওয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শিগগিরই নতুন কমিটি দেওয়া হবে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে