[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
প্রায় এক হাজার লোকের যোগানুশীলনের মধ্য দিয়ে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী জাতীয় স্টেডিয়ামে অষ্টম আন্তর্জাতিক যোগ দিবস (আইওয়াইডি) উদযাপন হয়েছে।
আজ মঙ্গলবার (২১ জুন) এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ঢাকার ভারতীয় হাইকমিশনের উদ্যোগে। অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী স্বাগত বক্তব্য দেন।
বাংলাদেশের বিভিন্ন যোগপ্রতিষ্ঠান ও বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্তর্জাতিক যোগ দিবসের এই উদযাপনে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে ক্রীড়া ব্যক্তিত্ব, জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা, গায়কসহ বিভিন্ন সেলিব্রিটি অংশগ্রহণ করেন।
নানা ধরনের যোগ এবং যোগাসন প্রদর্শন করেন ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের (আইজিসিসি) বিশেষজ্ঞ ও শিক্ষার্থীরা। এ ছাড়া অন্যান্য যোগ সংস্থা এবং ইনস্টিটিউটও আজকের আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে পৃথক পৃথক অনুষ্ঠানের আয়োজন করেছে।