ঢাকাকে আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে নগর পিতার ভূমিকা গুরুত্বপূর্ণ: কামরুল ইসলাম

শনিবার, ডিসেম্বর ২৮, ২০১৯,৭:৫৭ পূর্বাহ্ণ
0
59

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ঢাকাকে মাদক ও জঙ্গিবাদমুক্ত আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে নগর পিতার ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। শুক্রবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বকশিবাজারে কারা কনভেনশন সেন্টারে ঢাকা সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভায় একথা বলেন তিনি। সাবেক এ মন্ত্রী আরও বলেন, রাজধানী ঢাকার পরিবেশ সুন্দর রাখতে এবং পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রীর নদী দখলের বিরুদ্ধে অভিযান গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

নদী দখলের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে ঢাকাবাসীর অবদানের কথা উল্লেখ করেন অ্যাডভোকেট কামরুল ইসলাম। অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন, ঢাকা সমিতির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে