[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
জাতীয় অধ্যাপক, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, একুশে পদকপ্রাপ্ত, বরেণ্য প্রকৌশলী জামিলুর রেজা চৌধুরী আজ ২৮ এপ্রিল ২০২০ মঙ্গলবার ভোররাতে প্রয়াত হয়েছেন। তাঁর বয়স হয়েছিলো ৭৭বছর। রাজধানীর স্কয়ার হাসপাতালের চিকিৎসকেরা জানান হাসপাতালে আনার আগেই তিনি ঘুমিয়ে থাকা অবস্থায় নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।
বাংলাদেশের অগ্রগণ্য প্রকৌশলী জনাব জামিলুর রেজা চৌধুরী একাধারে ছিলেন প্রকৌশলী, প্রযুক্তিবিদ, শিক্ষাবিদ, বিজ্ঞানী ও গবেষক, ১৯৪২ সালে তিনি সিলেটে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবন শেষে ২০০১ সাল পর্যন্ত তিনি বুয়েটে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
পেশাগত দায়িত্বের বাইরে তিনি আর্থকোয়েক সোসাইটি, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন । সর্বশেষ তিনি এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে নিযুক্ত ছিলেন।
স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের স্থাপনাসমুহের আধুনিকায়নের প্রয়োজনে কারিগরি উন্নয়নে মৌলিক অবদান রেখেছেন তিনি।
যমুনা সেতু নির্মাণে তার ছিল বিশেষ অবদান। পদ্মা সেতু নির্মাণে প্রকৌশলগত পরামর্শ ও তদারকিতে তিনি বিশেষভূমিকা পালন করেন।
তাঁর মৃত্যুতে বাংলাদেশ তার এক বিশিষ্ট সন্তানকে হারাল যে ক্ষতি অপূরণীয়। তিনি ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের অন্যতম শুভার্থী।
এই অসামান্য গুণী ব্যক্তিত্বের মৃত্যুতে বাংলাদেশ মহিলা পরিষদ পরিবার শোকাহত এবং তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপন করছে। বাংলাদেশ মহিলা পরিষদ তাঁর পরিবারের সকল শোক সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।