[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী খ্যাতিমান প্রকৌশলী জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) স্পিকার এক বিবৃতিতে ড. জামিলুর রেজা চৌধুরীর রুহের মাগফিরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
গতকাল সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে রাজধানীর কলাবাগানের নিজ বাসায় ‘ম্যাসিভ হার্ট অ্যাটাকে’ ইন্তেকাল করেন একুশে পদকপ্রাপ্ত এ প্রতিভাবান অধ্যাপক।
জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি এবং চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিশিষ্টজনও।