ডেমরায় শিশু নুসরাত-দোলা হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড

মঙ্গলবার, মার্চ ৩, ২০২০,৯:৪০ পূর্বাহ্ণ
0
33

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

রাজধানীর ডেমরায় লিপস্টিক দেয়ার কথা বলে বাড়িতে ডেকে ধর্ষণে ব্যর্থ হয়ে শিশু নুসরাত ও দোলা হত্যা মামলায় দুই জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (০৩ মার্চ) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক এ রায় ঘোষণা করেন। রায়ে সন্তুোষ প্রকাশ করে দ্রুত কার্যকরের দাবি জানিয়েছে দুই শিশুর পরিবার।

স্কুলের প্রথম দিন শেষে একসঙ্গে বাড়ি ফিরছিলো দুই প্রতিবেশী শিশু ৪ বছরের নুসরাত ও ৫ বছরের দোলা। স্কুলের প্রথম দিনের আনন্দ ছিলো চোখে মুখে। কিন্তু তা আর আনন্দ হয়ে থাকেনি ঘাতক গোলাম মোস্তফা ও আজিজ বাওয়ানীর কারণে।

ছোট্ট দুই শিশুকে লিপস্টিক কিনে দেয়ার কথা বলে আজিজ বাওয়ানী নুসরাত ও দোলাকে নিয়ে যায় আজিজের বাড়িতে। ধর্ষণ চেষ্টার একপর্যায়ে নুসরাত ও দোলা চিৎকার করলে তাদের শ্বাসরোধ করে হত্যা করে দুই পাষণ্ড। আজিজের বাড়ি থেকে গলা ও হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয় দুই শিশুর মরদেহ।

এ ঘটনায় করা মামলায় দেড় বছর বিচার কাজ শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল -৩ দুই আসামির মৃত্যুদণ্ডাদেশ দেন। এ রায় ধর্ষক ও বিকৃত রুচির মানুষদের জন্য কঠোর বার্তা বলে মনে করেন আইনজীবীরা। রায়ে সন্তান হত্যার বিচার পেয়ে সন্তোষ জানিয়েছে নুসরাত ও দোলার পরিবার। গত বছরের ৭ জানুয়ারি শিশু নুসরাত ও দোলাকে নির্মমভাবে হত্যা করা হয়।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে