[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদকে। এ মামলাটি করা হয়েছে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকর হওয়া জামায়াত নেতা আবদুল কাদের মোল্লাকে ‘শহীদ’ উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করায়। তাকে গ্রেপ্তার করা হয় গতকাল শুক্রবার রাতে হাতিরঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায়।
দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তেজগাঁও জোনের উপ-পুলিশ কমিশনার বিপ্লব তালুকদার।
আদালতে তাঁকে রিমান্ড চাইবে বলে জানিয়েছে পুলিশ। তবে কতদিনের রিমান্ড আবেদন করা হবে, সে বিষয়ে কোনো তথ্য এখনো জানা যায়নি। আবুল আসাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন ৩৬ নম্বর ওয়ার্ড মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আফজাল বাদী হয়ে। সংগ্রাম পত্রিকার সম্পাদকসহ ৭-৮ জনকে মামলায় আসামি করা হয়েছে বলে জানা গেছে।