ডিএসসিসিতে মনোনয়ন জমা দিলেন তাপস ও খোকন

শনিবার, ডিসেম্বর ২৮, ২০১৯,৫:০১ পূর্বাহ্ণ
0
40

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আসন্ন ঢাকা দক্ষিণ সিটির নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বতর্মান মেয়র সাঈদ খোকন এবং ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস মেয়র পদে দলীয় ফরম সংগ্রহের একদিন পর তা জমা দিয়েছেন। শুক্রবার ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের মনোনয়ন ফরম জমা দেন তারা।

শেখ ফজলে নূর তাপস বিকেলে ফরম জমা দেন। এ সময় তার সঙ্গে বিপুল সংখ্যক দলীয় উপস্থিত ছিলেন। এর আগে বেলা ১১ টায় মনোনয়ন ফরম জমা দিতে আসেন তিনি। পরে দলের কয়েকজন সিনিয়র নেতার সঙ্গে আলাপ করেন। আলাপ শেষে বেলা সাড়ে ১১টার দিকে ফরম জমা দেন। আরও জমা দেন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নজিরুল্লাহ হিরু এবং ৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিম। ঢাকা দক্ষিণে মেয়র পদে মোট  ৮ জন ফরম সংগ্রহ করেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে