ডিএনসির নতুন ডিজি আব্দুস সবুর মন্ডল

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৬, ২০২১,১১:৪৪ অপরাহ্ণ
0
7

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

অতিরিক্ত সচিব মো. আব্দুস সবুর মন্ডল নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পূর্ণ দায়িত্ব পেলেন। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি গত আড়াই মাস ডিজির অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন তিনি।

বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে। একই প্রজ্ঞাপনে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নতুন ডিজি হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রতন চন্দ্র পন্ডিতকে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া ডিএনসির পরিচালক (অতিরিক্ত সচিব) মো. আজিজুল ইসলামকে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, ডিএনসির ডিজি মোহাম্মদ আহসানুল জব্বারকে গত ২৭ জুন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়, ৩০ জুন অবসরোত্তর ছুটিতে যান তিনি। এরপর থেকে অতিরিক্ত হিসেবে ডিজির দায়িত্ব চালিয়ে আসছিলেন অতিরিক্ত মহাপরিচালক সবুর মন্ডল। 

অন্যদিকে, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অতিরিক্ত হিসেবে মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসছিলেন যুগ্ম-সচিব মো. আতাউর রহমান।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে