[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. মো. আমিনুল হাসানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তাঁর স্থলে মাইক্রো ব্যাকটেরিয়াল ডিজিজ কন্ট্রোলের উপ-পরিচালক ডা. ফরিদ হোসেন মিয়াকে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার নতুন পরিচালক নিয়োগ দিয়েছে সরকার।
গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) এই কর্মকর্তাকে নিয়োগ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়।
এর আগে গত ২১ জুলাই পদত্যাগপত্র জমা দিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। করোনা সংকট নিয়ে সমালোচনার মুখে নতুন পরিচালক নিয়োগ দেওয়া হলো।