ডাক্তার ও রোগীদের সুরক্ষায় বিভিন্ন সামগ্রী বিতরণ করলেন মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং

রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২০,৭:৪৫ পূর্বাহ্ণ
0
49

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বান্দরবানে ডাক্তার ও রোগীদের  সুরক্ষায় বিভিন্ন সামগ্রী বিতরণ করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। তিনি বলেন, করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার উপায় হলো ব্যক্তিগত সতর্কতা, পরিচ্ছন্নতা ও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা।

মন্ত্রী গতকাল রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের পক্ষ থেকে শহরের ফায়ার সার্ভিস এলাকায় প্রধান  অতিথি হিসেবে এসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেন।

সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা ও পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক ডা. অংচালু’র হাতে জীবানুনাশক ক্লোরিন পাউডার, গ্লাভস, প্রটেকটিভ আউটওয়ার, সার্জিক্যাল মাস্ক, সার্জিক্যাল গ্লাভস, বালতিসহ  অন্যান্য সুরক্ষা সামগ্রী প্রদান করেন মন্ত্রী।

পরে জেলার ৭টি উপজেলার জন্য ৪৫কেজি জীবাণুনাশক ক্লোরিন পাউডার, ৫০০টি গ্লাভস, ১২ হাজার মাস্ক, ১ হাজার প্রটেকটিভ আউটওয়ার, ১ হাজার ৫০০শত সার্জিক্যাল গাউন, ২ হাজার ৪শত সার্জিক্যাল ক্লথ প্রদান করা হয়।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে