ডাইলোসিস চ্যানেল ছিঁড়ে হত্যাচেষ্টার অভিযোগ

শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২০,১০:১৩ পূর্বাহ্ণ
0
64

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

নিজস্ব প্রতিবেদক : জায়গা দখলে নিতে মিল্টন বড়–য়া নামের এক প্রতারকের বিরুদ্ধে ডাইলোসিস চ্যানেল ছিড়ে দিয়ে রোগীকে হত্যা চেষ্টার অভিযোগ তুলেছেন ভুক্তভোগী কিডনী রোগী কল্লোল বড়–য়া। বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলে ধরেন পটিয়া উপজেলার লাখেরা গ্রামের রোগী কল্লোল বড়ুয়া। অভিযুক্ত মিল্টন বড়–য়াও একই এলাকার বাসিন্দা।

সংবাদ সম্মেলনে কল্লোল বড়ুয়া অভিযোগ করেন, মিলটন বড়ুয়া সংঘবদ্ধ জালিয়াত চক্রের সদস্য ও প্রতারক। একটি জায়গা দখলে বাঁধা দিলে সে আমার উপর হামলা করে। আমার হাতের ডাইলোসিস চ্যানেল বন্ধ বা ছিড়ে গেলে প্রাণ চলে যাবে এমনটা জেনে সে আমার ডাইলোসিস চ্যানেল চেপে ধরে। আমার চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে কোন মতে আমি প্রাণে রক্ষা পাই। তার জালিয়াতি বিভিন্ন তথ্য প্রকাশ করায় সে আমাকে হুমকি-ধামকি দিচ্ছে। তার ভয়ে আমি আজ গৃহভ্যন্তরে থাকছি।

তিনি বলেন, মিল্টন বড়ুয়া ভূমিদস্যু। সে আমাকে বাড়িছাড়া করতে নানা ধরনের হয়রানি করছে। সে ভুয়া ওয়ারিশন সনদ ও নানা জালিয়াতি করে সরকারি সম্পত্তি ফেরবী আদেশ নিয়েছে। অবকৌশলে প্রাপ্ত সম্পত্তি দখল নিতে গিয়ে আমার নামে নামজারীকৃত ১৭ শতাংশ ভূমিও দখলে নিতে নিয়মিত হুমকি দিয়ে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ভুক্তভোগীর বোন শিক্ষিকা পান্না বড়ুয়া, ভগ্নিপতি খোকন বড়ুয়া, অবসরপ্রাপ্ত শিক্ষক প্রেমাঙ্কর বড়ুূয়া, প্রতিবেশী আবীর বড়ুয়া বিতুশোক, মো. সুমন ইব্রাহিম, তুলিকা বড়–য়াসহ স্থানীয় লোকজন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে