[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন ঠাকুরগাঁওয়ে। আরো ২২ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে ঢাকা থেকে পঞ্চগড় যাচ্ছিলো সোনার বাংলা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস। ঢাকা-ঠাকুরগাঁও মহাসড়কের ডেনিস এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা আরেকটি যাত্রীবাহী বাস উল্টে পড়ে যায় সজোড়ে ধাক্কা দিয়ে।
সামনের বাসটি ছিটকে রাস্তার পাশের খাদে পড়ে যায় এসময়। চালকসহ ২ জনের মৃত্যু হয় ঘটনাস্থলেই। খবর পেয়ে আহত ২৩ জনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। আরো একজন মারা যান সেখানে।