[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ব্রাহ্মণবাড়িয়ায় দুটি ট্রেনের সংঘর্ষে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও মঙ্গলবার (১২ নভেম্বর) সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ দুর্ঘটনায় শোক জানিয়েছেন।
রেলসচিব মোহাম্মদ মোফাজ্জল হোসেন জানান এরইমধ্যে দুর্ঘটনা তদন্তে ৩টি কমিটি গঠন করা হয়েছে। তিনি জানান, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ, রেলওয়ে কর্তৃপক্ষ এবং স্থানীয় অধিবাসীরা উদ্ধার কাজ চালাচ্ছেন। দুটি রিলিফ ট্রেন উদ্ধার শুরু করেছে বলেও জানান তিনি।
এদিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় তূর্ণা নিশীথা ও উদয়ন এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষের পর ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস সকালে এ তথ্য নিশ্চিত করেন।
সোমবার দিবাগত রাত ৩টার দিকে কসবা উপজেলার মন্দবাগ রেল স্টেশনে চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা নিশীথা এবং সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষের এ ঘটনা ঘটে। এ পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।