[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
কিশোরগঞ্জ থেকে ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় গতকাল সন্ধ্যায় ময়মনসিংহগামী মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হওয়ায়। দীর্ঘ ছয় ঘণ্টা বন্ধ থাকার পর মাঝরাতে কিশোরগঞ্জ থেকে ভৈরব ও ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে ট্রেনটি উদ্ধারে সক্ষম হওয়ায় ।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ভৈরব থেকে ময়মনসিংহগামী মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয় কিশোরগঞ্জের গচিহাটা ও মানিকখালীর মধ্যবর্তী ২৭০ কিলোমিটার এলাকায়। এরপর এ রুটে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয় রাত ১টার দিকে আটকে পড়া ঢাকা থেকে আন্তঃনগর এগারসিন্দুর (গোধূলি) ট্রেন চলাচলের মাধ্যমে।
ট্রেনচলাচল শুরুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিশ্বাস। তিনি জানান, আখাউড়া রেলওয়ে জংশন থেকে রিলিফ ট্রেন আসার পর রেলওয়ের একটি টিম লাইনচ্যুত বগির উদ্ধার তৎপরতা শুরু করে। এরপর ট্রেনটি উদ্ধার করে রেলযোগাযোগ স্বাভাবিক করা হয়।