[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ঢাকা থেকে ছেড়ে আসা যমুনা এক্সপ্রেস ট্রেনের ছাদের ওপর ছিনতাইকারীর ক্ষুরের আঘাতে গুরুতর আহত হয়েছেন আলী আকবর (৩৫) নামের এক যাত্রী । তাঁকে ভর্তি করা হয়েছে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ।
গতকাল রবিবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ রেলপথের সাত খামাইর গোলাঘাট এলাকায় ওই ট্রেনের ছাদে ঘটনাটি ঘটেছে । আহত আলী আকবর গফরগাঁওয়ের লংগাইর ইউনিয়নের গোলাবাড়ী গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে।জানা যায়, গতকাল রবিবার সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসা যমুনা এক্সপ্রেস ট্রেন শ্রীপুরের সাত খামাইর গোলাঘাট অতিক্রম করার সময় চলন্ত ট্রেনের ছাদের ওপর হানা দেয় ছিনতাইকারীরা। এ সময় বাধা দেওয়ায় আলী আকবর নামের এক যাত্রীকে মারধর ও ক্ষুর দিয়ে আঘাত করে ছিনতাইকারীরা ।