ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

সোমবার, মে ২৭, ২০১৯,৫:৪৯ পূর্বাহ্ণ
0
34

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

দিনাজপুরে সদর উপজেলায় ট্রাকচাপায় নিহত হয়েছেন দুই মোটরসাইকেল আরোহী । নিহতরা হলেন- সদর উপজেলার আবদুস ছামাদ (৬৫) ও চিরিরবন্দর এলাকার আনিছার (৩৫)। আজ সোমবার ভোর সোয়া ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে দিনাজপুর-ঢাকা মহাসড়কের সদর উপজেলার চুনিয়াপাড়া মোড়ে ।

কোতোয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম এ ব্যাপারে  জানান, আজ ভোর সোয়া ৫টার দিকে আবদুস ছামাদ ও আনিছার মোটরসাইকেলে আসছিলেন শহরের দিকে । পথে সদর উপজেলার চুনিয়াপাড়া মোড়ে বিপরীতমুখী একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয় । এতে ঘটনাস্থলেই নিহত হন দুই মোটরসাইকেল আরোহী ।

তিনি আরো জানান, নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এম আবদুর রহিম মেডিক্যাল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে