[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
পাকিস্তানের মাটিতে টেস্ট না খেলার বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু পাকিস্তান তাদের দাবিতে অনড়। জানুয়ারিতে পাকিস্তান সফরে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলার কথা বাংলাদেশের। কিন্তু বিসিবি জানিয়েছে, তারা পাকিস্তান সফরে টেস্ট নয়, কেবল টি–টোয়েন্টি খেলতে আগ্রহী। কিছুদিন আগে বিসিবির কাছে কারণ জানতে চেয়ে চিঠিও দিয়েছে পিসিবি। বিসিবি কারণও জানিয়ে দিয়েছে। এবার বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন মিসবাহ উল হক।
বাংলাদেশ কেন টেস্ট খেলতে পাকিস্তানে যেতে চাচ্ছে না- সেটা নিয়েই পাকিস্তানের প্রধান কোচ মিসবাহ বলেন, ‘ওরা কেন (টেস্ট খেলতে) আসতে চাচ্ছে না, আমি বুঝতে পারছি না। ওরা এখানে এসে টি-টোয়েন্টি খেলতে চাইছে কিন্তু টেস্ট খেলতে চাইছে না, আমি এতে কোনো যুক্তি খুঁজে পাই না। অন্য দলগুলো যখন এখানে এসে কোনো সমস্যা ছাড়াই খেলছে, ওরা তখন আমাদের বিপক্ষে টেস্ট না খেলার অজুহাত দেখাতে এসব খোঁড়া যুক্তি দেখাচ্ছে।’
২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের বাসে ইসলামী জঙ্গিদের হামলার পর গত ১০ বছর কোনো দল পাকিস্তানে টেস্ট করেনি। অতঃপর চলতি মাসে সেই শ্রীলঙ্কা দলকে দিয়েই আবারও টেস্ট ফিরেছে পাকিস্তানে। কিন্তু নিরাপত্তার কারণে বাংলাদেশ লংগার ভার্সনের ম্যাচ খেলতে চাইছে না। টেস্ট সিরিজ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের আহ্বান জানিয়েছে বিসিবি। কিন্তু পিসিবি প্রধান এহসান মানি নাকি বিসিবিকে ই-মেইলে জানিয়েছেন যে, নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট খেলবে না তার দেশ। এর শেষ এখন কোথায় দাঁড়ায় সেটাই দেখার।