[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
কক্সবাজারের টেকনাফে র্যাবের অভিযানে ২ হাজার ৯৬০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে এক রোহিঙ্গা নারীকে। আটককৃত রোহিঙ্গা নারী হচ্ছেন, হ্নীলা ইউনিয়নের পুরাতন অনিবন্ধিত ২৪ নং লেদা ক্যাম্পের বি- ব্লকের ১১৫ নং ঘরের বাসিন্দা সৈয়দ আলমের স্ত্রী জোহরা বেগম (৩২)।
র্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার মীর্জা শাহেদ মাহতাব বলেন, গোপন সংবাদে জানা যায় শনিবার রাতে পুরাতন রেজিস্ট্রার বিহীন ২৪নং লেদা রোহিঙ্গা ক্যাম্পে বি-ব্লকের ১১৫নং জোহরা বেগমের বসত ঘরে মজুদ রয়েছে ইয়াবা। এমন খবরে অভিযান চালানো হয়। পরে রোহিঙ্গা নারী জোহরা বেগমকে আটক করে তার স্বীকারোক্তি অনুযায়ী ঘর থেকে উদ্ধার করা হয় ২ হাজার ৯শ’৬০পিস ইয়াবা ।
তিনি আরও বলেন, আটক নারী দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্পে খুচরা ইয়াবা ক্রয়-বিক্রয় করে আসছিল।অবশেষে তাকে হাতে নাতে আটক করতে সক্ষম হয় র্যার। ১৪ লাখ ৮০ হাজার টাকা উদ্ধারকৃত ইয়াবার অনুমানিক মূল্য। ইয়াবাসহ আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।