টি‌কিটবিহীন যাত্রী নিয়ন্ত্রণে রেল স্টেশ‌নগুলোতে কাজ চলছে : রেলপথ মন্ত্রী

রবিবার, জুলাই ১৯, ২০২০,৪:৫৭ পূর্বাহ্ণ
0
24

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন ব‌লে‌ছেন, টি‌কিট ছাড়া যাত্রীরা যা‌তে স্টেশ‌নে প্রবেশ কর‌তে  না পা‌রেন সে জন্য দে‌শের বড় রেল স্টেশ‌নগু‌লো‌তে চলাচল ‌নিয়ন্ত্রণ (এক্সেস ক‌ন্টোল) করার জন্য বেষ্টনী স্থাপনের  কাজ চল‌ছে।  

          মন্ত্রী গতকাল প‌রিদর্শন ট্রেনযোগে বিমান বন্দর, জয়দেবপুর, টঙ্গী ও নরসিংদী রেলওয়ে স্টেশন পরিদর্শন করার সময় এসব কথা ব‌লেন। 

          এ সময় মন্ত্রী বিমান বন্দর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম সংস্কার কাজ ও  স্টেশনের সীমানা ঘেরার নির্মাণ কাজ পরিদর্শন করেন। এ স্টেশনে প্ল্যাটফ‌র্মের উচ্চতা ট্রে‌নের উচ্চতার সা‌থে সমন্বয় করা হ‌চ্ছে। প‌রে মন্ত্রী জয়দেবপুর রেলও‌য়ে স্টেশন পরিদর্শন করেন । সেখা‌নে উপ‌স্থিত সাংবা‌দিক‌দের তিনি ব‌লেন, জয়‌দেবপুর ‌থে‌কে ঈশ্বরদী ও জামালপুর পর্যন্ত ডাবল লাইন হ‌বে। এছাড়া ঢাকা থে‌কে টঙ্গী পর্যন্ত ৪র্থ লাইন এবং টঙ্গী থে‌কে জয়‌দেবপুর পর্যন্ত ডাবল লাইনের কাজ চলছে। ডাবল লাইনের কাজ শেষ হ‌লে ঢাকার ম‌ধ্যে ‌অধিক সংখ্যক ট্রেন পরিচালনা করা যাবে।  এ সময় এক প্রশ্নের জবা‌বে মন্ত্রী ব‌লেন, ঈদুল আজহায় ট্রেনের সংখ্যা বাড়‌ছে না। এখন যেভা‌বে চল‌ছে সেভা‌বেই চল‌বে। পরে মন্ত্রী টঙ্গী এবং নরসিংদী রেলও‌য়ে স্টেশন পরিদর্শন করেন। 

          প‌রিদর্শকা‌লে রেলপথ সচিব মোঃ সে‌লিম রেজা, বাংলা‌দেশ রেলও‌য়ের মহাপরিচালক মোঃ শামসুজ্জামান-সহ রেলও‌য়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছি‌লেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে