টিভি বিস্ফোরণে আগারগাঁওয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত ১

রবিবার, মে ১৯, ২০১৯,৭:৩৫ পূর্বাহ্ণ
0
29

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

টিভি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ রাজধানীর আগারগাঁওয়ে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মো. মুক্তার হোসেন নামে সে ব্যক্তি শনিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।

আগারগাঁওয়ের বিএনপি বাজার এলাকায় গত বৃহস্পতিবার  এক বাসায় টিভি বিস্ফোরণে মুক্তার হোসেন (৩৮) ও তার স্ত্রী সালমা (২৮) মারাত্মক দগ্ধ হন। চিকিৎসকরা জানিয়েছেন, ৯৭ শতাংশ পুড়ে গিয়েছিল মুক্তারের শরীরের ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয় দুজনকে। মুক্তারের স্ত্রী সালমার ৯৫ শতাংশ দগ্ধ অবস্থায় বর্তমানে ঢামেকের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সিরাজগঞ্জ বেলকুচি এলাকায় মুক্তার হোসেনের বাড়ি ।

স্থানীয়রা জানান, পশ্চিম আগারগাঁও বিএনপি বাজার এলাকায় একটি বাসার নিচ তলায় ভাড়া থাকেন তারা। বিকালে তিনি বাসায় ঘুমিয়ে ছিলেন ও স্ত্রী সালমা রান্নাঘরে ছিলেন। হঠাৎ টিভি বিস্ফোরণে ঘরের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে তারা দুজনেই দগ্ধ হন। তাদের একমাত্র ছেলে শাফিন এ সময় বাসার বাইরে ছিল।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে