[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। আর মাত্র তিন দিন পর ৩০ মে থেকে শুরু হবে শিরোপার লড়াই। ২ জুন থেকে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে । বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায় শুরু হতে চলা ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। প্রচুর বাংলাদেশি থাকেন লন্ডনে । যাদের বেশিরভাগ আবার সিলেটি। নিজের দেশকে সমর্থন দেওয়ার জন্য এদের বেশিরভাগই মাঠে যাবেন। যে কারণে প্রায় শেষ হয়ে গেছে ম্যাচটির টিকিট ।
লন্ডনের কেনিংটন ওভালে প্রোটিয়াদের বিপক্ষে টাইগাররা মাঠে নামবে । কেনিংটন ওভালের দর্শক ধারণক্ষমতা ২৪ হাজার ৫০০ জন। খোঁজ নিয়ে জানা গেছে, আজ সকাল পর্যন্ত মাত্র ১১৬টি টিকিট রয়েছে। যা শেষ হয়ে যাবে অল্প সময়েই । যদিও ম্যাচের বাকী এখনও ৬ দিন। সম্প্রতি বাংলাদেশের দুর্দান্ত পারফর্মেন্স, ত্রিদেশীয় সিরিজের শিরোপা জয়ের কারণে সমর্থকেরা টাইগারদের নিয়ে অনেক বেশি হয়ে পড়েছেন আশাবাদী । যে কারণে দেখা দিয়েছে টিকিট সংকট।
বাংলাদেশের সাম্প্রতিক পারফর্মেন্সের কারণে টাইগারদের প্রতি ইংলিশ দর্শকদেরও তৈরি হয়েছে আগ্রহ। প্রোটিয়া সমর্থকেরাওপ্রচুর টিকিট কেটেছেন । দেশের মাটিতে কোনো সিরিজ থাকলে গ্যালারিতে ঠাঁই থাকে না তিল ধারণের । কিন্তু বিদেশের মাটিতে এমন সমর্থন তো সম্ভব নয়। কিন্তু এবারের বিশ্বকাপ ইংল্যান্ডে হওয়ায় জন্য সুবিধা হয়েছে বাংলাদেশের । বিপুল সংখ্যক দর্শকের অকুণ্ঠ সমর্থন পাবে টাইগাররা। এখন শুধু মাঠে দারুণ কিছু করে সমর্থকদের মুখে হাসি ফোটানোই হবে টাইগারদের দায়িত্ব।