[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
উইজডেনের গত এক দশকের সেরা ওয়ানডে দলে ছিলেন সাকিব আল হাসান। ক্রিকেটের বাইবেলখ্যাত উইজডেনের পথ ধরে গত ১০ বছরের সেরা দল গড়েছে ক্রিকেট অস্ট্রেলিয়াও। টেস্টে জায়গা না হলেও ওয়ানডেতে অলরাউন্ডার হিসেবে তারা রেখেছে বাংলাদেশের সাকিবকে। ২০১০ সাল থেকে সাকিব খেলেছেন ১৩১ ম্যাচ। এই সময়কালে ১৭৭ উইকেটের পাশাপাশি করেছেন ৪২৭৬ রান। স্পিনারদের মধ্যে সাকিবের চেয়ে বেশি উইকেট নেই আর কারো। তাই উইজডেনের মতো ক্রিকেট অস্ট্রেলিয়াও বেছে নিয়েছে তাঁকে।
জানা গেছে, উইজডেনের ১১ জনের ৯ ক্রিকেটার আছেন এই দলে। জায়গা হয়নি শুধু ডেভিড ওয়ার্নার ও ডেল স্টেইনের। ওয়ার্নারের বদলে ক্রিকেট অস্ট্রেলিয়ার ওপেনার হিসেবে বেছে নেওয়া হয়েছে হাশিম আমলাকে। আর দক্ষিণ আফ্রিকান পেসার ডেল স্টেইনের জায়গায় লেগ স্পিনার রশিদ খানকে বেছে নেওয়া হয়েছে।